স্টাফ রিপোটার,কালীগঞ্জ(ঝিনাইদহ) ঃ জাতীয় পতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কালীগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে সেবা সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিবন্ধিদের মাঝে উপকরন সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব সূবর্ণা রাণী সাহা’র সভাপতিত্বে অনুষ্টানটিতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাহফুজার রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন। উল্লেখ্য এ অনুষ্টানের মাধ্যমে কালীগঞ্জে অসহায় প্রতিবন্ধিদের মাছে হুইল চেয়ার বিতরন করা হয়। এ সময়ে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যান ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।