ঝিকরগাছায় মসজিদ ভাঙ্গা ও মসজিদ পুণরায় নির্মাণের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

0
223

মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা পৌরসদরের বাসস্ট্যান্ড জামে মসজিদ কমিটির আয়োজনে মসজিদ ভাঙ্গা ও মসজিদ পূণরায় নির্মাণের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছ-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
মঙ্গলবার সকাল ১১টার সময় বাসস্ট্যান্ড জামে মসজিদের ভিতরের আলোচনা সভায় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ মিলন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জেলা যুবলীগের সদস্য আজহার আলী, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ আকবর হুসাইন, বাস স্টান্ড জামে মসজিদের সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন কলিম, যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন বিল্লাহ রুনু, কোষাধ্য মোঃ মুকুল হোসেন, ইমাম মাওলানা মোঃ শুকুর আলী, ঝিকরগাছা প্রেসকাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here