দেবহাটার পারুলিয়া পলগাদা মসজিদ নির্মানে সরকারী সাহায্য জরুরী ভিত্তিতে বরাদ্ধ প্রয়োজন

0
319

আবুল হাসান-দেবহাটা-সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা এলাকায় মৃত আবুল কাশেম এর পুত্র আবু বক্কর সিদ্দিকীর বাড়ী সংলগ্ন মসজিদটি । মসজিদের জমিদাতা অত্র এলাকার মৃত মতিয়ারের পুত্র পুটু। পলগাদা এলাকার মৃত ইসমাইলের পুত্র খোকন, মৃত ওহাব আলীর আজিজুল গাজীর অর্থায়নে ভিত্তি স্থাপন করা হয়েছে। অর্থের অভাবে ৩/৪ বছর কাজ বন্ধ হয়ে রয়েছে। পলগাদা এলাকায় মৃত ওজুল মোড়লের পুত্র আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম এর কাছে মসজিদ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাঁচু নামের এক ব্যাক্তির বাগান বাড়ীতে ছোট একটি মসজিদ নির্মান করে নামজ পড়তাম, এর ফলে নামাজির সংখ্যা বৃদ্ধি জায়গা সংকুলান হচ্ছে না। এর ফলে পটুর জমিতে মসজিদ নির্মানের প্রস্তুতি শুরু করি। কিন্তু অর্থের অভাবে মসজিদটি নির্মান বন্ধ আছে। যার নামাজিদের নামজ আদায় করতে কষ্ট হচ্ছে। অনতিবিলম্বে স্থানীয় প্রশাসন ও দানশীল ব্যাক্তিদের কাছে মসজিদ কমিটির পক্ষ থেকে অনুদান আহবান করেছেন মসজিদ কমিটি। উল্লেখ্য খালের উপারেই গুচ্ছগ্রাম যেখানে অসংখ্যা মুসুল্লি এই মসজিদে নামাজ পড়তে আগ্রহী কিন্তু পরাপারের কোন ব্যবস্থা নাই। অতি দ্রুত খালের উপর একটি ব্রীজ বা স্যাকো নির্মান করা জরুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here