নাভারণ দিশারী সংসদ ও পাঠাগার কোটা ফুটবল একাদশ কে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়

0
258

জসিম উদ্দিন, শার্শা : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ দিশারী সংসদ ও পাঠাগারের উদ্যোগে এক বিশাল ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টার সময় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলার সমাপ্তি হলো। খেলায় নাভারণ দিশারী সংসদ ও পাঠাগার ফুটবল একাদশ বনাম কলারোয়ার কোটা ফুটবল একাদশ ফাইনালে অংশগ্রহন করে কোটা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলে নেন দিশারী সংসদ ও পাঠাগার ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে কোন দলই গোল নামক সোনার হরিণের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে প্রথম ও শেষাংশে পরপর দুটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান এবং ম্যান অফ দ্যা ম্যাচ জিতে নেন ১০ নং জার্চি পরিহিত খেলোয়াড় আতিক হাসান। উক্ত খেলায় ফারুক আহম্মেদ মুকুলের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বুলির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ৮৬, যশোর-২ চৌগাছা-ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা: নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী, যশোর জেলা শাখার যুবলীগ সভাপতি ও সাবেক ফুটবলার আজাহার আলী, ঝিকরগাছার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পি, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, ঝিকরগাছা প্রেস কাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও ক্রীড়া ব্যক্তিত্ব। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় প্রধান অতিথি ডা: নাসির উদ্দিন বলেন, আগামীতে এই ফুটবল খেলা আরো বড় পরিসরের মধ্য দিয়ে আয়োজন করা হবে। এসময় তিনি দিশারী সংসদ ও পাঠাগারে খেলাধুলার জন্য যাবতীয় সহযোগিতা করার আস্বস্ত ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here