মহম্মদপুরে কার্পেটিং সড়কের উদ্বোধন

0
229

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ কিলোমিটার ২শ ৩০ মিটার কার্পেটিং সড়কের শুভ উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। সোমবার বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে গঙ্গানন্দপুর বাজার পর্যন্ত এই কার্পেটিং সড়কের উদ্বোধন করা হয়।
উপজেলা এলজিইডি অফিসের তত্বাবধায়নে ২ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৭শ ৯০ টাকা বাজেটের ৩ কিালোমিটার ২শ ৩০ মিটার সড়কের কাজ করছেন মেসার্স ইমন ইন্টার প্রাইজ।
এ উপলক্ষে আলোচনা সভায় রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: মিজানুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা প্রকৌশলী মো: মহিউদ্দীন মিয়া, বাবুখালী ইউপি’র চেয়ারম্যান মীর সাজ্জাদুর রহমান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here