মহেশপুর প্রতিনিধি ঃ গত ২দিনে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় মহেশপুর সীমান্তে নারী ও শিশ সহ ২৬জনকে আটক ৫৮ বিজিবি। ৫৮বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, মঙ্গলবার ভোরে অবৈধভাবে শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে নারী ও শিশু সহ ২২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে শ্যামকুড় বিওপি । অন্যদিকে শনিবার রাতে লড়াইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় লড়াইঘাট বিওপি একজনকে আটক করে। একই সময়ে অবৈধভাবে মাটিলা সীমান্ত পার হওয়ার সময় ৩ বাংলাদেশীকে আটক করে লড়াইঘাট বিওপি।
৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিজিবি পৃখক অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।