মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

0
270

এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : প্রতিষ্ঠাকালীন দুটি ছবি শেয়ার করলাম। আজ তিন বছরে ৩২০০ শো ব্যাগের কাছাকাছি রক্তদান করেছে মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক। মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের সদস্যদের কার্যক্রম দেখে ঝিনাইদহের নতুন প্রজন্ম অনেক ব্লাডদান নতুন সংগঠন সৃষ্টি করেছে যা মানবিক কার্যক্রম কে এগিয়ে নিয়ে গিয়েছে। ইন্ডিয়ার ভেলর হাসপাতালের আমার অপারেশন এর জন্য একব্যাগ ই+ রক্ত একজন তামিল এর নিকট থেকে ৫ হাজার রুপি দিয়ে কিনে ছিলাম, যা আমাকে কষ্ট দিয়ে ছিলো তারপর অন্যদের জন্য কিছু করার অনুপ্রেরণা পেয়েছিলাম। ঝিনাইদহে রক্তদান কর্মসূচি শুরু করেছিলো ছাত্রমৈত্রীর ছেলেরা তাই ছাত্রমৈত্রীকে আমরা আমাদের পূর্বপুরুষ মনে করি, আরো কিছু সংগঠন কাজ করেছে কিন্তু ৬ সালের পর সকল সংগঠনই নিস্ক্রিয় হয়ে গিয়েছিলো, মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক অনেক কে অনুপ্রেরণা যুগিয়েছে।
এই তিন বছরের মধ্যে আমরা অনেক পুরোনো বন্ধু হারিয়েছি, আবার নতুন অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে। রক্তদান ছাড়াও অনেক সামাজিক কাজে মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক অংশ গ্রহন করেছে। করোনা কালে মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাড়িয়েছে। ঝিনাইদহ আত্মহত্যা প্রবণ এলাকা, আত্মহত্যা রোধে ব্যাপক প্রচারণা চালিয়েছে মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক। ঝিনাইদহ জেলায় প্রতিদিন প্রায় ২০০ ব্যাগ রক্তের চাহিদা থাকে, আমরা তার অতি সামান্য দান করতে পারি, করোনা আসার পর আমরা বিপাকে পড়ে যায় কারন করোনা ভাইরাস আসার পর অধিকাংশ মানুষ রক্তদানে নিরুৎসাহিত হয়ে পড়েছে। মানুষের শরীর ছাড়া অন্য কোথাও থেকে রক্ত সংগ্রহ করা যায় না তাই কোন মানুষ এগিয়ে না এলে আমরা নিরুপায় হয়ে যায়। মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল রক্তদাতা, সকল সদস্য, পরিচালনা কমিটির সদস্য সহ যারা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here