রাজগঞ্জে চুরির ঘটনা বৃদ্ধি : আতংকে মানুষ

0
240

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। যে কারণে রাজগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষ আতংকে রয়েছে। সম্প্রতি রাজগঞ্জ অঞ্চল থেকে গরু, মোটর সাইকেল, বাই সাইকেল, ইঞ্জিন ভ্যান চুরির ঘটনা ঘটেছে। জানাগেছে, গত ১৬ আগস্ট রাতে রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের মোজাফফার আলীর ৩ টি গরু তার গোয়াল ঘর থেকে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩ ল্য টাকা। ১৭ আগস্ট রাতে রাজগঞ্জের কোমলপুর গ্রামের মানিকের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩ ল্য টাকা। ২১ আগস্ট রাতে রঘুনাথপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক মিজানের সংসার চালানোর একমাত্র অবলম্বন তার ইঞ্জিন ভ্যানটি তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। গত ২৮ সেপ্টেম্বর রাতে রাজগঞ্জের কোমলপুর গ্রামের প্রবাসি আতিয়ার রহমানের বাড়ি থেকে তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২ টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১ ল্য ২০ হাজার টাকা। ২৮ সেপ্টেম্বর রাতে ত্রিপুরাপুর গ্রামের তাহাজুরের বাড়ি থেকে ১ টি বাই সাইকেল চুরি হয়। যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। পরে বাই সাইকেলসহ চোরকে ওই রাতেই আটক করে গ্রামবাসি। সম্প্রতি রাজগঞ্জ হাইস্কুলের গেটের সামনে থেকে সকাল বেলা রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শফিকুল ইসলামের ১ টি পালসার মোটর সাইকেল চুরি হয়। গত ২৮ সেপ্টেম্বর একই স্থান থেকে প্রায় একই সময় মোবারকপুর গ্রামের মুরগী ব্যবসায়ী রবিউল ইসলামের ১ টি বাজাজ মোটর সাইকেল চুরি হয়। গত ৪ অক্টোবর বিকালে রাজগঞ্জের ঝাঁপা গ্রামের দণিপাড়ায় হাডুডু খেলার মাঠের পাশের আব্দুল হামিদ দফাদারের বাড়ি থেকে ঝাঁপা বাঘাডাঙ্গি গ্রামের লাভলুর ১ টি পালসার ও শহিদুলের ১ টি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। ৪ অক্টোবর রাতে কোমলপুর গ্রামের মোটর সাইকেল চালক মতিয়ার রহমানের বাড়ির গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২ ল্য টাকা। এছাড়া রাজগঞ্জ হাইস্কুলের গেটের পাশ থেকে প্রায়ই ভ্যান, বাইসাইকেলসহ এ অঞ্চল থেকে আরো কিছু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ চোর চক্রের সদস্যদের আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here