অতিরিক্ত পুলিশ সুপারের পরিদর্শন বাঘারপাড়ার পল্লীতে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগ

0
239

নূর হাসান লাল্টু বাঘারপাড়া ঃ বাঘারপাড়ার পল্লীতে গত বুধবার রাতে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ উঠেছে। তবে এঘটনা রহস্যজনক। বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী জামদিয়া ইউনিয়নের চকের ডাঙ্গা এলাকায় এঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে তাৎক্ষনিক ভাবে ধর্ষনের কোন আলামত পাননি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মৌমিতা ধর ও ডাঃ শাহআলম রুবেল। ধর্ষনের অভিযোগ উঠা মেয়েটিকে বুধবার রাতে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। খবর পেয়ে বাঘারপাড়া হাসপাতালে ছুটে আসে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ জামাল আল নাসের এবং বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন। মেয়েটির মা সাংবাদিকদের জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে তার মেয়ে বাড়ি থেকে বের হয় এর কিছুক্ষনপর প্রতিবেশী একজন বলে তার মেয়ে পাশের ভাটার দিকে যাচ্ছে, এসময় মেয়েটির বাবাসহ বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। এসময় মেয়েটিকে ভাটার পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে বাঘারপাড়া হাসপাতালে নিয়ে আসে। এসময় মেয়েটির আচরনে মনে হয়েছিল সে মানসিক ভারসাম্যহীন,কথা বার্তা ছিল অসংলগ্ন, বারবার বলছিল আমাকে আমার জেঠা (মানে চাচা যিনি ৩ বৎসর পূর্বে মারা যান) ডেকেছিল তাই সেখানে গেছিলাম। তবে স্থানীয় প্রতিবেশীরা বল্লেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, পাশের আমুড়িয়া গ্রামের নিছার মুন্সির ছেলে মুদি দোকানদার নাজমুলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে। নাজমুলের ডাকে সাড়া দিয়ে মেয়েটি সেখানে যায় তখন তাকে নির্যাতন করা হয়। এবিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জামাল আল নাছের সাংবাদিকদের বলেন, শুনেছি এক যুবকের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল-মামুন জানান, বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। তিনি আর ও বলেন, মেয়েটির পক্ষে কেউ অভিযোগ দিলে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এধরনে ঘটনায় আমি (ওসি) কাউকে ছাড় দিব না। মেয়েটি কে ডাক্তারী পরীক্ষার জন্য ঐ রাতেই যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here