কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যানের অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাতিার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
296

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকারের বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও স্বেচ্চঅচাতিার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন বাসীর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সোনাতলা নামক স্থানে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি রুহুল কুদ্দুস রয়েল, যুবলীগ সভাপতি মেহেদি হাসান, সাবেক ইউপ সদস্য আব্দুল গাজী প্রমুখ। বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, চেয়ারম্যান প্রশান্ত সরকার একজন দৈত নাগরিক। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বারুইহাটি এলাকার ভোটার তালিকায় তার নামও রয়েছে। তারা বলেন, চেয়ারম্যান প্রশান্ত সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড দেয়ার নামে জনপ্রতি ৫ থেকে ৭ হাজার টাকা গ্রহন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম দূুর্নীতির অভিযোগ। বক্তারা আরো বলেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ভিতর দিয়ে যাওয়া ইটের সোলিং তুলে সেখানে পিচের কার্পেটিং রাস্তা করা হবে বলে সেখান থেকে চেয়ারম্যান প্রশান্ত ইট তুলে নিয়ে বিভিন্ন স্থানে সেগুলো কাজে লাগিয়েছেন। অথচ দীর্ঘদিন ধরে এই এলাকায় এখনও কোন পিচের কার্পেটিং রাস্তার কাজ শুরু করা হয়নি। এর ফলে এলাকা বাসী বৃষ্টি কাঁদার মধ্যে জন দূর্ভেগের মধ্যে দিনতিপাত করছেন। বক্তারা এ সময়, দূর্নীতিবাজ চেয়ারম্যান প্রশান্ত সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তার চেয়ারম্যান পদ থেকে অব্যহতির জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here