কেশবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ দম্পতি গ্রেফতার

0
251

স্টাফ রিপোর্টার ॥ কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক দম্পত্তিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক ফজলে রাব্বী মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার বাউশলা গ্রামে অভিযান চালিয়ে হারুন মোড়ল (৪৯) ও তার স্ত্রী লিলিমা বেগমকে (৪২) গ্রেফতার করে। এসময় তাদের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা ওই গ্রামের মৃত হাসেম মোড়লের ছেলে ও বৌমা।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, গাঁজা ও ফেনসিডিলসহ দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই দম্পত্তিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here