তালায় প্রতিপক্ষের ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

0
305

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জেরধরে গভীর রাতে একটি অসহায় পরিবারের বসতবাড়িতে আগুন ধরিয়ে পুড়য়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে। এতে প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার তি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ক্ষতিগ্রস্থ কলিয়া গ্রামের মৃত কিরামত আলীর ছেলে আবুল হোসেন জানান, একই এলাকার মিজানুর, জলিল,জিয়া ও ইদ্রিস গংদের সাথে দীর্ঘদিন ধরে আমার বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে তারা পরিকল্পিতভাবে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভয়াবহ এই আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায় । এতে তাদের প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অভিযুক্ত মিজানুর গংরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here