স্টাফ রিপোর্টার : ধর্ষকের পক্ষে না দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন যশোরের গণতান্ত্রীক আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ‘নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠো, রুথে দাঁড়াও- দুর্নীতিসহ সকল অনাচার থেকে সমাজ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে গণতান্ত্রীক আইনজীবী সমিতি যশোরের মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এ প্রত্যয় ব্যক্ত করেন। যশোর জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে ৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
‘ধর্ষকদের আইনগত সহায়তা প্রদানে তাদের পক্ষে আদালতে দাঁড়াবো না’; এমন প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্ষকদের বুনো উল্লাসে কাঁপছে সারা দেশ। অব্যাহত নারী নির্যাতন ও নারীর মানবাধিকার লঙ্ঘন মহামারি আকার ধারণ করেছে। কন্যা জায়া জননী কেউই আজ নিরাপদ নয়। এ ঘটনা প্রতিরোধ করতে হবে। বক্তারা আরও বলেন, শুধু ধর্ষক নয়; ধর্ষকদের আশ্রয় ও প্রশ্রয়দাদের চিহ্নিত করে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সকল নাগরিকের নিরাপত্তা দিতে রাষ্ট্রের জোরালো ভূমিকা গ্রহণ আহ্বান জানান বক্তারা। এতে সূচণা বক্তব্য দেন ও সঞ্চালনা করেন গণতান্ত্রীক আইনজীবী সমিতি যশোরের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু। বক্তব্য রাখেন গণতান্ত্রীক আইনজীবী সমিতি যশোরের সভাপতি আবুল হোসেন, সদস্য আজিজুর রহমান সাবু, কাজী ফুরদুল ইসলাম, আমিনুর রহমান হিরু ও বাসুদেব বিশ্বাস। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক কামরুন নাহার কনা। উপস্থিত ছিলেন সঞ্চালনা করেন গণতান্ত্রীক আইনজীবী সমিতি যশোরের সহসভাপতি চ-িচরণ মজুমদার, সদস্য শহীদ আনোয়ার, শরীফা বেগম, কামরুণ নাহার কমা, আহাদ আলী, দেবাশীষ রায় প্রমুখ।