ভোমরা স্থল বন্দরে ফেনসিডিলসহ চালকসহ ভারতীয় ট্রাক আটক

0
255

মাস্টার শফিকুল ইসলাম, ভোমরা(সাতক্ষীরা) থেকেঃ বৈধ পথে চলছে অবৈধ মাদকের রমরমা বানিজ্য। আন্তর্জাতিক মাদক স¤্রাটরা বিশাল মাদক বানিজ্যে নেটওয়ার্ক গড়ে তুলেছে ভোমরা বন্দরে। মাদক ব্যাবসায়ীরা ভারতীয় ট্রাক ড্রাইভারদের সঙ্গে মোটা অঙ্কের গোপন চুক্তিতে চালিয়ে যাচ্ছে অবাধ মাদক বানিজ্য। এমন অসংখ্য মাদক বানিজ্যের বাস্তব মাদকের চালান ধরা পড়ল ভোমরা বন্দরে। ভারতের ঘোজাডাঙ্গা স্খল বন্দর থেকে ছেড়ে আসা ভোমরা স্থল বন্দরে আবস্থানরত পাথর বোঝাই ট্রাকের কেবিন তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেনসিডিলসহ ট্রাক ড্রাইভার জহুরুল ইসলামকে আটক করেছে ভোমরা ক্যাম্পের বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটক হওয়া ভারতীয় ট্রাক ড্রাইভারের বাড়ি উত্তর-২৪ পরগনা জেলার বশিরহাট মহাকুমার অর্ন্তগত ইটিন্ডা গ্রামে। তবে বিজিবি জোয়ানরা ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করলেও ট্রাক খালাসিকে আটক করতে পারেনি। বুধবার (৭ সেপ্টেম্বর ২০২০) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জোয়ানরা ভোমরা বন্দর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভারতীয় ট্রাক (ডই-৭৬অ-২৪০৫) এর কেবিন তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেনসিডিলসহ ট্রাক ড্র্ইাভারকে আটক করার পর ট্রাকটিও জব্দ করে বিজিবি। এরপর আটককৃত ফেনসিডিলসহ ট্রাক ড্রাইভার ও জব্দকৃত ট্রাকটি সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়। আটককৃত ভারতীয় ট্রাক ড্রাইভারকে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বিজিবি। এ ব্যাপারে ৯১ বোতল ফেনসিডিলসহ ট্রাক ড্রাইভার আটক ও ট্রাক জব্দ করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভোমরা ক্যাম্পের কোম্পানী কমা-ার আশরাফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here