যবিপ্রবির পরীায় আরো ১৪ নমুনা করোনা পজেটিভ

0
236

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীায় দুই জেলার ১৪টি নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। বুধবার রাতে পরীা শেষে বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে মোট ১৭৩টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ১৫৯টি নেগেটিভ ফল দেয়। এদিন যশোর জেলার ১৩৬টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ১১টি নমুনা পজেটিভ ফল দেয়। মাগুরার ৩২টি নমুনা পরীা করে তিনটিতে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। আর নড়াইলের পাঁচটি নমুনার সবক’টি নেগেটিভ ফল দেয়। পরীা সংক্রান্ত যাবতীয় তথ্য বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৯৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৫৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here