কেশবপুর ব্যুরো ॥ কেশবপুরে শ্যালকদের মারপিটে গুরুতর আহত হয়ে কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভগ্নিপতি আব্দুল গফুর গাজী(৫২)।
আহত গফুর গাজী জানায়, উপজেলার মনোহরনগর গ্রামের মৃত ঈমান আলী গাজীর ছেলে আব্দুল গফুর গাজীর সাথে আনুমানিক ৩২ বছর পুর্বে সুফলাকাঠি ইউনিয়নের বেতীখোলা গ্রামের মুনসুর মোল্যার মেয়ে নাসিমার সাথে বিয়ে হয়। সংসার জীবনে তাদের কোন সন্তান না থাকায় স্ত্রীর দাবির কারনে স্ত্রী নাসিমা বেগমের নামে । এর পর থেকে স্ত্রী নাসিমা বেগম তার ভাইদের কু পরামর্শে স্বামরি সাথে দুর্ব্যবহার করতে থাকে । এর প্রতিবাদ করলে স্ত্রী নাসিমা তার পিতার বাড়ি চলে যায়। এবং ভাইদের কু পরামর্মে দেয়া জমি বিক্রির চেষ্টা চালাতে থাকে। খবর জানতে পেয়ে স্বামী আব্দুল গফুর গাজী স্ত্রীকে বাড়িতে আনার জন্য মঙ্গলবার রাত ৮টার দিকে বেতীখোলা বাজারে পৌছালে শ্যালক হারুন মোল্যার দোকানের সামনে গফুর গাজী কে হারুন মোল্যা, শফিকুল ও মনিরুল মোল্যা বেধড়ক মারপিট করে। এলাকাবাসি তাকে উদ্ধার করে ওই রাতে স্থানীয় ডাক্তারের নিকট পাঠিয়ে দেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহষ্পতিবার তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। #














