ঝিকরগাছায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্লাটফরম গঠন

0
309

মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার : নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় পৌর সদরের স্থানীয় বিএম হাই স্কুলের হলরুমে বৃহস্পতিবার সকাল ১০টার সময় রাইটস্ যশোরের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্লাটফরম গঠন করা হয়েছে। রাইটস্ যশোরের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজাহারুল ইসলাম ও প্রজেট অফিসার প্রণব ধরের সঞ্চালনায় উপজেলা পর্যায়ে প্লাটফরম গঠনের উপদেষ্টা হলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা তথ্য আপা রোকসানা সুলতানা, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক মোঃ আব্দুস সামাদ, মূল কমিটির আহবায়ক হলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী, যুগ্ম আহবায়ক পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, ডিআরও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরা বেগম, সদস্য সচিব জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here