যশোরে যুবককে ছুরিকাঘাতে জখমের ঘটনায় মামলা আসামি ২

0
316

যশোর অফিস : গত ৩ অক্টোবর রাতে যশোর শহরের আইনজীবী সমিতির ভবনের সামনে শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে শহরের দুই চিহ্নিত সস্ত্রাসীকে।
এরা হলো, বেজপাড়া বিহারী কলোনী এলাকার আলমের ছেলে রাব্বি ওরফে হাল্কা রাব্বি (২৮) এবং পোস্ট অফিস পাড়ার কালামের ছেলে রাহাত (৩৫)।
শরিফুল ইসলামের মা শহরের আরএন রোডস্থ নারকেল বাগান এলাকার কদবানু বেগম (৬০) দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার ছেলে আরএন রোডে মটর পার্টসের ব্যবসা করে। আসামিরা শহরের চিহ্নিত সন্ত্রাসী। নানা মামলায় জড়িয়ে তারা পলাতক জীবন যাপন করছে। গত ৩ অক্টোবর তার ছেলে একটি মোটরসাইকেল যোগে দড়াটানা যাওয়ার পথে আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের সামনে পৌছালে উল্লেখিত দুই সন্ত্রাসী ছাড়াও অজ্ঞাত আরো ৪/৫ তার গতিরোধ করে। পরে তাকে মারপিট এবং ছুরিকাঘাতে জখম করে ফেলে রেখে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পরে তার ছেলে কিছুটা সুস্থ্য হলে আসামিদের বিষয়ে খোঁজখবর নিয়ে তিনি বুধবার রাতে থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here