কেশবপুরে প্রতারণা করে যুবতীকে ধর্ষণ, ধর্ষক আটক

0
297

এহসানুল হোসেন তাইফুর : যশোরের কেশবপুরে প্রতারণা মূলকভাবে নাম পাল্টিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে (২১) ধর্ষণ করায় সে অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ৭ আক্টোবর ওই মেয়ের বাবা বাদি হয়ে খুলনা জেলার ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনাটি যশোর জেলার কেশবপুর উপজেলায় হওয়ায় ডুমুরিয়া থানা পুলিশ অভিযোগটি জিডি গ্রহণ করে ওই দিনই খুলনা শহরের নিউমার্কেট এলাকা থেকে ধর্ষককে আটক করে। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডুমুরিয়া থানা পুলিশ জিডির কপি, বাদী, ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীসহ কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কেশবপুর থানা পুলিশ জানায়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঙ্গারদহ গ্রামের সুকুমার দাসের মেয়ের সাথে কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মুস্তাফিজুর রহমান শিমুলের (২৮) মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। তখন মুস্তাফিজুর রহমান শিমুল নিজেকে প্রতারণা মূলকভাবে নাম পাল্টিয়ে আকাশ দাস পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই সূত্র ধরে সে মেয়েটিকে কেশবপুর উপজেলার পাঁচারই গ্রামের এসবি গার্ডেন পার্কে বেড়াতে আসতে বলে। মেয়েটি সেখানে বেড়াতে আসলে বড়েঙ্গা গ্রামের মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মুস্তাফিজুর রহমান শিমুল (২৮) বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। মেয়েটি অন্ত:সত্ত্বা হওয়ার বিষয়টি মুস্তাফিজুর রহমান শিমুল ওরফে কথিত আকাশ দাসকে জানালে সে সম্পর্কের কথা অস্বীকার করে। তখন মেয়েটি সমস্ত ঘটনা তার পরিবারকে জানালে মেয়ের বাবা সুকুমার দাস গত ৭ আক্টোবর ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি জিডি গ্রহণ করে খুলনার নিউ মার্কেট এলাকা থেকে ধর্ষক কথিত আকাশ দাসকে আটক করে যশোরের কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, ৭ অক্টোবরই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আসামীকে ৮ অক্টোবর যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। একই দিনে মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here