শ্যামনগরে শিক্ষক দ্বারা ছাত্রদের ব্যবহার করে প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির প্রতিবাদে মানবন্ধন

0
249
শ্যামনগর প্রতিনিধিঃ  শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট গ্রামে এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট গ্রামে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক মুকুল হোসেন,আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক গাইন, নুর ইসলাম গাজী প্রমুখ। এসময় বক্তারা বলেন,“ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পাতাড়াখোলা গ্রামের কওসার বরকন্দাজের পুত্র মো: মাসুদ বরকন্দাজ ও মো: আব্দুস সামাদ বরকন্দাজ স্কুলের ছাত্রদের নিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে এলাকায় আধিপাত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম ও প্রভাব বিস্তার করে আসছে। তারা ছোট-খাট বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন আমাদের হয়রাণিমূলক মামলায় জড়িয়ে আমাদের জীবনকে দূর্বিসহ করে তুলেছে। এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করে আসছে। আমরা এ সকল কাজের প্রতিবাদ স্বরুপ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা তাদের হাত থেকে বাচার জন্য এবং এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here