কেশবপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (আগামীকাল যাবে) জাতির জনকের ১৫৮ ম্যুরাল

0
285

এহসানুল হোসেন তাইফুর : জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে শিশু শিক্ষার্থীদের মনোবিকাশ বৃদ্ধির লক্ষে কেশবপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০১৯-২০ অর্থ বছরের স্লিপ প্রকল্পের আওতায় নির্মিত এসব ম্যুরাল ১৫৮টি বিদ্যালয়ে সরবরাহ করা হবে। নির্মিত এসব ম্যুরাল প্রাথমিক শিক সমিতির মিলনায়তনে এনে রাখা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু বলেন, প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের জন্য স্লিপ প্রকল্পের অর্থ বরাদ্দ হয়েছে। যে অর্থ দিয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে শিশু শিক্ষার্থীদের মনোবিকাশ বৃদ্ধির লক্ষে বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারে স্থাপনের জন্য সকল প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে উপজেলা প্রাথমিক শিক সমিতির উদ্যোগে এ ম্যুরাল নির্মাণ করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী ১২ অক্টোবর বিকালে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকদের নিকট এ ম্যুরাল হস্তান্তর করবেন। কেশবপুর উপজেলার সিনিয়র সহকারি শিা অফিসার মাসুদুর রহমান বলেন, প্রাথমিক ও গণ শিা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে প্রতিটি বিদ্যালয়ে একটি করে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের। উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেওয়ায় তিনি স্বাগত জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here