যশোর সীমান্ত হতে ৫৯৩ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে আটক

0
298
যশোরের নিশ্চিন্তপুর হতে ৫৯৩ বোতল ফেন্সিডিলসহ ০১জনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন        (৪৯ বিজিবি) এর বিশেষ দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ০৯ অক্টোবর ২০২০ তারিখ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার  এম এ শওকত আলী এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ০৬০০ ঘটিকায় যশোরের বেনাপোলস্থ নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর হতে ৫৯৩ বোতল ফেন্সিডিলসহ ০১জনকে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিলের সিজার মূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা। আটককৃত আসামীর নাম-মোঃ আল আমিন মোড়ল (২২), পিতা- মোঃ মাজহারুল মোড়ল, গ্রাম-আন্দোলপোতা, ডাকঘর-লক্ষণপুর, থানা-শার্শা, জেলা-যশোর। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার অপর দুই সহযোগী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামীদের নাম- (১) মোঃ ইব্রাহিম (২৫), পিতা-মোঃ রহিম মালেশিয়া গ্রাম-পাড়িগোপী (মাঝেরপাড়া), ২। মোঃ রমজান মিয়া (২৭), পিতা-মোঃ আয়নাল মিয়া, গ্রাম-দূর্গাপুর উভয়ের থানা-শার্শা, জেলা-যশোর উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here