দশমিনায় হরিণের শাবক উদ্ধার সোনারচর বনে অবমুক্ত

0
253

নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় গত শুক্রবার একটি হরিণ শাবক উদ্ধার করে বিকালেই বন বিভাগ উপজেলার সোনারচর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। উপজেলা বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার কয়েকজন জেলে গভীর সমুদ্র থেকে মাছ ধরা শেষে ফেরার পথে হরিণ শাবকটি নদীতে ভাসতে দেখে ট্রলার থামিয়ে শাবকটি উদ্ধার করে। পরে জেলেরা শাবকটি উপজেলার রনগোপালদী ইউনিয়নে নিয়ে আসলে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী শাবকটি দেখার জন্য ভীড় করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা খবর পেয়ে হরিণ শাবকটি তাদের জিম্মায় নিয়ে বন বিভাগকে খবর দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার হরিণ শাবকটি বন বিভাগকে হস্তান্তর করেন। উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাবকটি গ্রহন করে ঐদিন বিকালেই উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সোনারচরে অবমুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here