নড়াইল জেলা পুলিশের আয়োজনে বিশেষ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

0
215

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ   নড়াইল জেলা পুলিশের বিশেষ আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সভাপতিত্বে নড়াইল পুলিশ লাইন অডিটরিয়ামে ১০/১০/২০ইং সকাল ১০:০০ ঘটিকায় এ কল্যান সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান, সকল থানা ও পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জ সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ।পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সকলকে বলেন, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here