স্টাফ রিপোর্টার: যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, ২০ অক্টোবরের নির্বাচনে যশোর সদর উপজেলার প্রতিিিট ভোট কেন্্ের নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি করতে হবে। নৌকার বিজয় মানেই শেখ হাসিনার বিজয়। নৌকা বঙ্গবন্ধুর প্রতিক। তাই দেশের উন্নয়নে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। তিনি গতকাল যশোর সদর উপজেলঅর কিসমত নওয়াপাড়া মডেল টাউনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আসন্ন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার প্রার্থী নুর জাহান ইসলাম নীরার পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, যশোর সদরের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পাশে থেকে নুর জাহান ইসলাম নীরা সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চায়। তার জন্য আপনার মুল্যবান ভোট ও সমর্থন তার প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী নীরাকে নৌকা উপহার দিয়েছেন। যশোর সদর উপজেলার মানুষ আগামী ২০ তারিখের নির্বাচনে সেই প্রতীকে ভোট দিয়ে নীরাকে সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নেত্রীকে উপহার দিবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি কিসমত নওয়াপাড়া মডেল টাউন হাউজিং সোসাইটির রাস্তা ও ড্রেনসহ যাবতীয় উন্নয়নমুলক কর্মকান্ড পর্যায়ক্রমে সম্পন্ন করার আশ^াস দিয়ে নীরাকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত নারী পুরুষদের প্রতি আহবান জানান।
সভায় আসন্ন উপ নির্বাচনে সরকারী দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গুরু দায়িত্বভার তার কাঁধে চাপিয়ে দিয়েছেন তা বহন করতে তিনি বদ্ধ পরিকর। এলাকার উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গঠন ও সন্ত্রাস দুর্নীতিমুক্ত উপজেলা উপহার দেওয়ায় তার নির্বাচনী অঙ্গীকার। এই জন্য আগামী ২০ অক্টোবরের উপ নির্বাচনে তিনি তার প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। গতকাল শনিবার সকালে কিসমত নওয়াপাড়া মডেল টাউনে এক নির্বাচনী পথসভায় বক্তৃতা কালে নুর জাহান ইসলাম নীরা এসব কথা বলেন।
সোসইটির সভাপতি আজাদ রহমানের সভাপতিত্বে নির্বাচনী এই পথসভায় অন্যান্যের মধ্যে সোসাইটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিলন আহমেদ বক্তৃতা করেন ও সোসাইটির বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানে শহিদুল ইসলাম মিলন ও নুর জাহান ইসলাম নীরার দৃষ্টি আকর্ষন করেন। অনুষ্ঠানে সোসাইটির বিভিন্ন স্তরের সদস্যদের মধ্যে মাফিজুর রহমান, জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, তৌহিদুর রহমান, শিক্ষা বোর্ডের ক্রীড়া অফিসার আশরাফুরদৌল্লা টিটো, তবিবর রহমান, শামীম রেজা, লিমন হোসেন, টগর আহমেদ,আনিসুর রহমান,অধ্যাপক আলমগীর হোসেন, মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরে আলম মিলন, যুবলীগ নেতা মুনসুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।