অভয়নগরে নারীর বসতভিটা জবরদখল ॥ ইউএনও বিচার অমান্য

0
268

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে এক নারীর রেকর্ডীয় জমি জবরদখল কারে গাছপালা কেটে নেওয়া হয়েছে। এঘটনায় ওই নারী ্িবচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তরি কাছে আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন দুইদফা তদন্ত করে ওই নারীর জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বিবাদী তা অগ্রাহ্য করে আদালতে বন্টন নামা মামলা করেছেন।
জানা গেছে, সিদ্দিপাশা মৌজায় অবস্থিত আর এস ৫৯৯,৬০০ ও ৬০১ দাগে ওই গ্রামে মৃত নুরুল ইসলামের মেয়ে জোহরা খাতুন পৈত্রিক ও ক্রয় সূত্রে জমির মালিক হয়ে ভোগ দখল করে আসছেন। ওই একই দাগে জোহরা খাতুনের অন্যান্য ওয়ারেশদের কাছ থেকে প্রতিবেশি মোন্তাজ উদ্দিন শেখের ছেলে আবু জাফর শেখ জমি ক্রয় করেন। গত বছরের ১৪ জুলাই তারিখে আবু জাফর ওই সব দাগে জোহরা খাতুনের ওয়ারেশদের কাছ থেকে জমি ক্রয় করেছিলেন। জোহরা খাতুনের অভিযোগ আবু জাফর তার দখলিয় জমি জবরদখল করে জমির উপর থেকে চার লক্ষাধিক টাকার গাছপালা কেটে নিয়েছে। এ ব্যপারে তিনি বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কে নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান নির্দেশ পেয়ে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলেন। ইউপি সদস্য তদন্ত করে বাদি জোহরা খাতুনের পক্ষে রায় দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অধিকতর তদন্ত করতে উপজেলা সার্ভেয়ার শহিদুল ইসলামকে নির্দেশ দেন। সার্ভেয়ার সরজমিনে তদন্ত করে জোহরা খাতুনের বসতভিটা অনৈতিক দখল ও গাছপলা কাটা হয়েছে মর্মে গত ২৩ আগষ্ট তদন্ত প্রতিবেদন জমা দেন। দু’দফা তদন্ত প্রতিবেদন বাদির পক্ষে জমা হয়। পরে উভয় পক্ষের শুনানী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৭ সেপ্টেম্বর আবু জাফরকে তিন দিনের মধ্যে বাদির দখলীয় জমি বুঝে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বেঁধে দেওয়া সময় পার হলেও বিবাদি আবু জাফর বাদিকে জমি বুঝে দেয়নি। এ ব্যাপাওে জানতে চাইলে আবু জাফর বলেন, আমি বৈধ ভাবে বাদি ও বাদির অন্যান্য শরীকদেও কাছ থেকে উল্লেখিত দাগে জমি ক্রয় কওে নামপত্তন করেছি। তিনি বলেন, আমি যে যে দাগে জমি ক্রয় করেছি অংশ মোতাবেক সে সব দাগে দখল নিয়েছি। এ বিষয়ে আদালতে একটি বন্টননামা মামলা করেছি। আশাকরি আদালত আমার পক্ষে রায় দিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here