আরআরএফ সংস্থার কৈশোর কর্মসূচির আওতায় নড়াইল দূর্গাপুর মাইজপাড়া কিশোরী কাব সদস্যদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

0
254

স্টাফ রিপোর্টার : বেসরকারী উন্নয়ন সংস্থা আরআরএফ ও পিকেএসএফ -এর যৌথ বাস্তবায়নে কৈশোর কর্মসূচির আওতায় নড়াইল জেলার সদর উপজেলার দূর্গাপুর মাইজপাড়া কিশোর কাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আরআরএফ পরিচালিত কৈশর কর্মসূচীর নড়াইলের প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন বিনা উপস্থিত থেকে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শহর দূরবর্তী গ্রামের কিশোরীদের আনন্দ বিনোদন এবং মনের বিকাশের কথা বিবেচনা করে দূর্গাপুর মাইজপাড়া কিশোরী কাবের সদস্যদের মধ্যে কেরামবোর্ড, লুডু, দাবা,লাফদড়ি,র‌্যাকেট, ফেদার ও নেট বিতরন করা হয়। ক্রীড়া সামগ্রী পেয়ে কাব সদস্যরা দারুন খুশি ও উৎফুল্ল প্রকাশ করে ও আরআরএফ সংস্থাকে ধন্যবাদ জানায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here