যশোর প্রতিনিধি : সারাদেশে লাগাতার নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে আজ সকালে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর স্টুডেন্টস কমিউনিটি ঢাকা শাখার উদ্যোগে প্রেসকাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
যশোর স্টুডেন্টস কমিউনিটি ঢাকার সদস্য সচিব খালেদ সাইফুল্লাহর উদ্দোগে মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নৈতিক অবয়ের কারণে দেশে ধর্ষণের সংস্কৃতি গড়ে উঠেছে। সারা দেশের ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো মতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। ধর্ষণের বিচার ব্যবস্থা বিলম্ব হওয়ার কারণে বিগত বছর চেয়ে চলতি বছরে ধর্ষণ অনেক গুন বেড়ে গেছে। দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে পারলে ধর্ষণের ঘটনার লাগাম টেনে ধরা যাবে বলে মন্তব্য করেন বক্তরা।