সাতীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে মিডিয়া মোবিলাইজেশন সভা

0
230

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে মিডিয়া ব্যক্তিদের সাথে মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে রবিবার সকালে শহরের কামালনগরস্থ মাওয়া চাইনিজ রেষ্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ব্রাকের বিভাগীয় ম্যানেজার সেলিম উল্লাহ, সাতীরা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক রোকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এ্যাড. আবুল কালাম আজাদ, রামকৃষ্ণ চক্রবর্তী, এম. কামরুজ্জামান, অধ্য আশেক-ই-এলাহী, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জমান টিটু প্রমুখ।
শিশুর যৌন হয়রানী, বাল্যবিবাহ, শিশু সুরা প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভিডিও কিপ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা করা হয় এবং স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণকারীরা তাদের করণীয় বিষয়ে তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার শরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here