মাগুরা নিখোজর ৪ দিন পর ডুবুরি দলের দুই দিনের প্রচেষটায় ৭ বছরের শিশু মাহিদের ডুঙ্গা নৌকার সাথে হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

0
352

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় ৭ অক্টোবর সদর উপজেলার বারাশিয়া গ্রাম থেকে মাহিদ নামে ৭ বছরের একটি শিশু নিখোঁজ হয়। এর পর শিশুটিকে ফিরিয়ে দিতে পরিবারের নিকট ২০ লা টাকা মুক্তিপন চাওয়া হয়। এ ঘটনার পর পরিবারের প থেকে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পুলিশ মুক্তি পনের ফোন ট্রাকিং করে প্রতিবেশী ইমরান আলি আসলাম এবং তার ১৪ বছর বয়সি ছেলে রোহানকে আটক করে। তাদের প্রাথমিক স্বীকারক্তি ভিত্তিতে বারাশিয়া গ্রামে নবগঙ্গা নদীতে দুই দিন তল্লাশির পর আজ দুপুরে একটি তালের ডোঙ্গা সাথে শিশু মাহিদের হাত বাঁধ অবস্থায় তার মৃহদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উল্লেখ্য, জিজ্ঞাবাদে আটক রোহান জানায়, শিশু মাহিদকে ঘটনার দিন দুপুরে বাঁনর দেখানো কথা বলে ডোঙ্গা নৌকায় তোলে। তারপর নৌকাটি মাঝ নদীতে এনে তার হাত বেঁধে জীবন্ত অবস্থায় ডুবিয়ে দেয়। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিশোধের জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কমকতা জয়নাল আবেদিন জানান, শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে প্রাথমিক ধারনা করা হচ্ছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্ততি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here