আঁঠারমাইলের মাগুরাঘোনায় চাচাত ভাইদের দ্বারা গৃহবন্দী অপর চাচাত ভাই

0
292

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ আঁঠারমাইলের মাগুরাঘোনায় এক চাচাত ভাইকে গৃহবন্দী করে রেখেছে অপর চাচাত ভাইয়েরা। বাস্তভিটার সম্পত্তি কৌশলে রাস্তার পাশ দখল করা ও জমি বেশি পরিমান ভোগদখল করাসহ চাচাত ভাইকে ভিতরের জমি দিয়ে এখন ঘরবাড়ি নির্মান করে তার পরিবারকে বের হওয়ার পথ বন্ধ করে দেয়া হয়েছে। ইতিপূর্বে তিনি চাচাত ভাইদের উঠান দিয়ে যাতায়াত করলেও বর্তমানে তাকে আর উঠান দিয়ে বের হতে দেয়া হচ্ছে না।
জানা যায়, মাগুরাঘোনা মৌজায় যার জেএল নং-১০২, এসএ খতিয়ান ৮৩৪, দাগ নং-১১৮৮, হাল দাগ বাস্তবাড়ি-১৮২৪(৪২শতক), বাগান-১৮২৮(৪১শতক), মোট জমির পরিমান ৮৩শতক। মোট জমির মধ্যে সেই সময় কৌশলে আমীন মোড়ল ও মোকছেদ আলী মোড়ল তাদের অংশের জমি রেকডিং রাস্তার পাশ দিয়ে দখল করে নেয়। তারা রাস্তার পাশের জমি ভোগদখল করেই শুধু ক্ষান্ত হয়নি। অন্যদের তুলনায় বেশি জমি ভোগদখল করে আসছে। কিন্তু সে সময় বাড়ি থেকে বের হওয়ার জন্য তাদের মধ্যে কোন ঝগড়া বিবাদ বা মনমালিন্য না হলেও বর্তমানে আমিন মোড়লের পুত্র কামরুল মোড়ল ও কালাম মোড়ল এবং মোকছেদ আলী মোড়লের পুত্র সামাদ আলী মোড়ল ও জাকির মোড়ল প্রতিহিংসার বশবর্তী হয়ে নিজেদের ইচ্ছামত ঘরবাড়ি নির্মান করায় মৃত আফসার মোড়লের পুত্র রফিকুল মোড়ল একেবারে গৃহবন্দী হয়ে পড়েছে। চাচাত ভাইয়েরা কেউ তাকে এখন বাড়ির উঠানের পথ দিয়ে যাওয়া আসা করতে দিচ্ছে না। এমতাবস্থায় পুরো পরিবারটি বর্তমানে গৃহবন্দী হয়ে পড়েছে। এব্যাপারে কালাম মোড়ল বলেন, রাস্তা বন্ধ করব কেন ? উঠান দিয়ে যাওয়া আসা করুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here