কালিয়ায় নৌবাহিনী পরিচালিত বিমর‌্যাডের কভিড ১৯ এর নিরাপত্তা সামগ্রী বিতরন

0
374

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় নৌ বাহিনী পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যারিটাইন রিসার্স এন্ড ডেভেলপমেন্ট (বিমর‌্যাড) এর আয়োজনে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় নিরাপত্তা সামগ্রী বিতরন করা হয়েছে। আজ উপজেলার বাদামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী এ নিরাপত্তা সামগ্রী বিতরন কার্যক্রম, প্রজেক্ট সতেরিয়া এর উদ্বোধন করেন বিমর‌্যাড এর সহকারি পরিচালক অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা শামিম খান। এ সময় উপস্থিত ছিলেন, বিমর‌্যাড এর কনসালটেন্ট অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ মোহনা মেহজাবিন, প্রশিক্ষক ডাঃ নাফিসা তাসনিম প্রমুখ। এ কার্যক্রমের আওয়াত ২ হাজার ব্যাক্তিকে কভিড ১৯ এর নিরাপত্তা সামগ্রী ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পি পি ই, শিশুদের বই, খাতা, কলম, খেলনা প্রদান করা হয়। এছাড়া ১০ জন ভলেনটিয়ার কে এ কর্যক্রমের আওতায় কভিড ১৯ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে প্রশিক্ষন এর ব্যাবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here