কেশবপুরে বসতভিটার জমি বিরোধে দু‘পক্ষ মুখোমুখি

0
262

কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুরে শ্রীফলা গ্রামে বসতভিটার জমির বিরোধকে কেন্দ্র করে দু‘টি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। বিরোধীয় জমি নিয়ে একপক্ষ আদালতে মামলা করায় বর্তমান ওই জমির দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসি। অভিযোগ সূত্রে জানা গেছে, গত জানুয়ারী মাসে শ্রীফলা গ্রামের রাজ আলী সরদার একই গ্রামের মোবারক আলী সরদারের কাছ থেকে ৫.২৪ শতক জমি কবলা দলিলমূলে ক্রয় করেন। যার দলিল নং- ২০৭। ওই জমি নেহাল সরদারের বাড়ি পাশে হওয়ায় তিনি বাদি হয়ে জমির ক্রয়মূল্যসহ পৃথক চালানযোগে ক্ষতিপূরণ দিয়ে বিজ্ঞ সিনিয়র জজ, কেশবপুর আদালতে একটি আমানত মামলা করেন। যার নং- ২২/২০। মামলায় রাজ আলীসহ ৪ জনকে বিবাদি করা হয়। এনিয়ে রাজ আলী সরদারের সাথে নেহাল সরদারের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। এদিকে, গত ১১ অক্টোবর ভোরে রাজ আলী ও তার ছেলে আল আমিন ওই জমি দাবি করে দখলে নেয়ার জন্যে মাটি কাটতে যায়। এ সময় আমানতকারি নেহাল উদ্দীন বাধা দিলে তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। এ ব্যাপারে রাজ আলী সরদার বলেন, আমি নেহাল সরদারের মতামত নিয়েই ওই জমি কিনেছি। পরে সে হিংসা বশত আদালতে আমানত মামলা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here