কেশবপুরে ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল হস্তান্তর করেন এমপি শাহীন চাকলাদার

0
254

উদয় শংকর সিংহ, কেশবপুর ব্যুরো : প্রাথমিক শিক্ষা পরিবার কেশবপুরের উদ্যোগে সোমবার বিকালে কেশবপুর পাবলিক মাঠে ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হস্তান্তর করা হয়েছে। কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকদের নিকট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হস্তান্তর করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, এমপি। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রহুল আমিন, সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। শিক্ষা অফিসসূত্রে জানা গেছে প্রাথমিক শিা অধিদপ্তরের ২০১৯-২০ অর্থ বছরের ¯িপ প্রকল্পের আওতায় নির্মিত এসব ম্যুরাল ১৫৮টি বিদ্যালয়ে সরবরাহ করা হয়। উপজেলা প্রাথমিক শিক সমিতির সাধারণ স¤পাদক নাজমুল হুদা বাবু বলেন, প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের জন্য ¯িপ প্রকল্পের অর্থ বরাদ্দ হয়েছে। যে অর্থ দিয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু স¤পর্কে শিশু শিার্থীদের মনোবিকাশ বৃদ্ধির লে বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারে ম্যুরাল স্থাপন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here