নিপূন হাতে রং এর আচড় দিতে বাকি বসুন্দিয়ার মন্ডপে মন্ডপে শারদীয় দূর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যাস্ত শিল্পীরা

0
225

এস,এম মুসতাইন, বসুন্দিয়া ঃ হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহত ধর্মীও উৎসব শারদীয় দুর্গা পুজা। বসুন্দিয়া এলাকার বিভিন্ন পুজা মন্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত সময় পার করছেন ভাস্কর শিল্পীরা, নিপূন হতে রং এর আচড় কারুকার্য বাকি। আগামী ২১ অক্টোবর মহা ষষ্টি পুজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব, ২৬ অক্টোবর দুর্গা দেবীর নিরন্জনের মধ্য দিয়ে শেষ হবে পুজা।এলাকার পুজা মন্ডপ গুলো ঘুরে দেখা গেছে, বসুন্দিয়া বাজার সার্বজনীন পুজা মন্ডপ, বসুন্দিয়া নাথপাড়া জগন্নাথ মন্দির, সদুল্যাপুর পাল পাড়া মন্ডপ, জঙ্গলবাধাল নাথপাড়া মন্ডপ, জগন্নাথপুর বারই পাড়া পুজা মন্ডপ। জামদিয়া ইউনিয়নের জয়রামপুর পন্চাননবট তলা মন্ডপ সহ দাতপুর মন্ডপ,বাকড়ি বাজার মন্দির, ঘোড়ানাছ মন্দির, বাসুয়াড়ী ইউনিয়নের বাসুয়াড়ী পশ্চিমপাড়া মন্ডপ, পূর্বপাড়া মন্ডপ,ঘোষনগর মন্দির, জামালপুর মন্দির, মাথাভা্গংা পূজা মন্ডপে। নড়াইলের সেখহাটি ইউনিযনের সেখহাটি মন্দির, মান্দের চর মন্ডপ,গুয়াখোলা মন্দির, হাতিয়াড়া বাজার মন্ডপ,দেবভোগ পূজা মন্ডপে শারদীয় উৎসব উদযাপিত হবে বলে জানা গেছে। পুজা মন্ডপ গুলোতে প্রতিমা তৈরির কারু কাজ চলছে, ব্যাস্ত দিন কাটাচ্ছেন ভাস্করর্য শিল্পীরা। দু-তিন পর থেকে রং এর প্রলেপ চলবে বলে শিল্পীরা জানান।রং তুলির নিপূন হাতে কারুকার্য দিয়ে ফুটিয়ে তুলবে। বসুন্দিয়া বাজার সার্বজনীন পূজা মন্ডপে প্রতিমা গড়ার কাজ করছেন দেবাশীষ চক্রবর্তীর দল তারা বলেন, এবছর অনেক সময় পাওয়া গেছে যারজন্য তাড়া হুড়ো করতে হচ্ছে না। কথা হয় বসুন্দিয়া নাথ পাড়া জগন্নাথ মন্ডপের পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ডাঃ আশীষ কুমার দেবনাথ এর সাথে তিনি জানান, আগামী ২০ অক্টোবর পন্চমীতে মঙ্গল ঘট স্থাপনের পরদিন ষষ্টি পুজার মধ্যদিয়ে মহা আড়ম্বরে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সর্ব বৃহৎ এ উৎসব। বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির (মাকস বাদী) যশোর জেলা কমিটির সদস্য বাকড়ী গ্রামের কমরেড বিপুল কুমার বিশ্বাস এ প্রতিবেদককে বলেন, হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও সার্বজনীন,সকলের সহযোগিতায় সুন্দর স্বার্থক হোক দুর্গা উৎসব। প্রতিটি ইউনিয়নের ভিডিপি আনছার বাহিনীর সদস্যরা আইন শৃংখলা রক্ষার্থে জনগনের নিরাপত্তার সর্বদা নজর রাখবে সেই সাথে প্রতিটি ক্যাম্প এর কর্মকর্তা গন আনছার ভিডিপির সদস্যদের সাথে যোগাযোগ করে খোজ খবর রাখবেন বলে তৎপর থাকবেন।এ বছর শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সবার মঙ্গল কামনার প্রত্যাশায় এখানকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here