যশোরের ৫টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পেয়েছেন দেশসেরা পুরস্কার সংবাদ সম্মেলনে সিভিল সার্জন

0
268

যশোর প্রতিনিধি : যশোরের ৫টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পায়েছেন দেশসেরা পুরস্কার। স্বীকৃতি স্বরুপ মিলেছে স্বাস্থ্যমন্ত্রীর জাতীয় পুরস্কার- ২০১৯। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে সেরা প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সকাল ১১টায় যশোর জেনারেল হাসপাতালের কন্ফারেন্স রুমে সংবাদ সম্মেলনে জানান,দেশসেরা যশোরে প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোর সিভিল সার্জন অফিস, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন৷ হাসপাতালের তত্বাধায়ক ডা.দিলিপ কুমার রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সভায় যশোরের সিভিল সার্জন বলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই পুরস্কার দেয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। ১৩ বারের দেশসেরা চৌগাছা মডেল হাসপাতালের নাম এবারের তালিকায় স্থান পায়নি।  সূত্র জানায়, নানা সংকটের কারণে বর্তমানে চিকিৎসাসেবায় পিছিয়ে পড়েছে হাসপাতালটি। সারাদেশে জেলা পর্যায়ে মোট ৫০টি প্রতিষ্ঠানকে পুরুষ্কার দেওয়া হয়৷ তার মধ্যে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স ২৮টি,জেনারেল হাসপাতাল ৭ টি, মেডিকেল কলেজ হাসপাতাল  ৫টি, বিশেষায়িত হাসপাতাল ৩টি, সিভিল সার্জন অফিস ৫টি, এবার স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পায়েছেন। এরমধ্যে যশোরের ৫ টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছেন। এটা অবশ্যই যশোরবাসীর জন্য বড় পাওয়া৷ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, হাসপাতালের ব্যবস্থাপনা, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, রোগীদের সন্তুষ্টি  ও আস্থা অর্জন, চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা, ও কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত, সৌন্দর্য বৃদ্ধিসহ স্বাস্থ্যসেবার সার্বিক দিকে বিশেষ অবদান রাখার কারণে সারাদেশের জেলা পর্যায়ে দেশসেরা প্রতিষ্ঠানগুলোর তালিকায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ ‘৫টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছেন৷ তিনি আও বলেনএরআগেও ২০১৭ সাল ও ২০১৮ সালে দেশসেরা হাসপাতালের পুরস্কার পেয়েছিলো যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল৷ এছাড়াও স্বাস্থ্য সেবায় বিশেষ ভূমিকা রাখায় সারাদেশের মধ্যে যশোর সিভিল সার্জন অফিস সেরাদের তালিকায় স্থান পেয়েছে। সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার কারণে এটা সম্ভব হয়েছে। এ জন্য তিনি সকল কর্মকর্তা কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০১৮ সালেও দেশসেরা পুরস্কার পেয়েছিলো যশোর সিভিল সার্জন অফিস। সিভিল সার্জন আরো জানান, ৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এবার নতুন করে দেশসেরার তালিকায় প্রথম স্থান পেয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর মণিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরআগেও একবার দেশসেরার পুরস্কার অর্জন করেছে। স্বাস্থ্যসেবায় অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করে এই শ্রেষ্টত্ব যশোরবাসীর জন্য সম্মান ও গৌরব বয়ে আনলো। কেননা যশোর ছাড়া আর কোনো জেলায় একসঙ্গে ৫টি প্রতিষ্ঠান সেরা পুরস্কার অর্জন করতে পারছে না।উল্লেখ্য, মা ও প্রসূতিসেবায় ব্যাপক অবদান রাখার ফলে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এটি উপজেলা পর্যায়ে একটানা দেশসেরা হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে চৌগাছা মডেল হাসপাতাল। ২০১৬ সালেও হাসপাতালটি অর্জন করেছে জাতীয় পুরস্কার। সর্বশেষ স্বাস্থ্যসেবায় সারাদেশে প্রথম স্থান অর্জন করে গত ৭ এপ্রিল পেয়েছিলো ‘হেল্থ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৮’। ১২ বারের দেশসেরা এ হাসপাতালটি এবার দেশসেরার তালিকা থেকে বাদ পড়লো। এসময় আরো উপস্থিত ছিলেম মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ডা.শুভ্রানি দেব নাথ,অভয়নগর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ডা.মাহামুদুর রহমান রিজভী,কেশবপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ডা.আলমগীর হোসেন৷ যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. অজয় কুমার সরকার,বিএমএ দপ্তর সম্পাদক ডা.গোলাম মর্তজা,ডা.রেহেনেওয়াজ সাংবাদিক বৃৃন্দ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি৷#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here