যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীায় আরো আটটি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এর সবগুলোই যশোর জেলার।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, রোববার তাদের ল্যাবে মোট ৫৯টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ৫১টি নেগেটিভ ফল দেয়। এদিন যশোর জেলার ৪৬টি নমুনা পরীা করা হয়েছিল। এর মধ্যে আটটি নমুনা পজেটিভ ফল দিয়েছে। আর নড়াইলের ১৩টি নমুনা পরীা করে সবকটি নেগেটিভ পাওয়া যায়। বিস্তারিত ফলাফল সকালেই যশোর ও নড়াইলের সিভিল সার্জনের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপ জানান। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী রোববার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় তিন হাজার ৯৮২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৬৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৭ জন। চিকিৎসাধীন আছেন ২৮৩ জন।