হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য্য ও তার পরিবারের সুস্থ্যতা কামনা করে রাজগঞ্জের রোহিতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকালে রোহিতা ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে, ইউনিয়ন যুবলীগের আয়োজনে এক দোয়া মাহফিল হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, তার সহধর্মিনী তন্দ্রা ভট্টাচার্য্য ও পুত্র সূপ্রিয় ভট্টাচার্য্য শুভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
প্রতিমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিলে রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটনের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল কুদ্দুস, রোহিতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ মোহর আলী, রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি ওমর ফারুক, নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের নেতা টিটু, হোসেন আলী প্রমুখ। এছাড়া এ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রীসহ তার পরিবারের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শামিম হুসাইন।