স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর) ঃ যশোরের বাঘারপাড়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারিকেলবাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা ইব্রাহিম (৩৫) নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দয়রামপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছে। নিহত যুবদল নেতা ইব্রাহিম উপজেলার দয়রামপুর গ্রামের জামান বিশ্বাসের ছেলে। আহতরা হলেন, ত্রেপালা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৪৫) এবং দয়রামপুর গ্রামের সলেমান মোল্যার ছেলে নজরুল ইসলাম (৪৫)। প্রত্যদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দয়ারামপুর বাজারের পার্শে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। নারিকেলবাড়িয়া থেকে নজরুল ইসলাম ও মনির মোটরসাইকেল যোগে বাঘারপাড়ায় কর্মস্থলে যাচ্ছিলেন এসময় পুনিহার বাজার থেকে আসা মোটরসাইকেল চালক ইব্রাহিম নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এই দূর্ঘটনা ঘটে।স্থানীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। এরপর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।
বাঘারপাড়া পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।















