গাজী আব্দুল কুদ্দুস চুকনগর। চুকনগরে ৩৫/৩৬ বছরের অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তিটি আজ ( মঙ্গলবার) দুপুর ১ টার দিকে ডুমুরিয়া উপজেলা চাকুন্দিয়া গ্রামের রাহাজদ্দীন গাজী বাড়ির সামনে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ সকালে রাহাজদ্দীন গাজীর বাড়ির সামনে এসে বিশ্রাম নিচ্ছেলেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। কিছুক্ষন পরে তিনি ঘুমিয়ে পড়েন। দুপুর ১ টার দিকে তিনি ঘুম থেকে না ওঠায় গ্রামের লোকজন তাকে ডাকলে মৃত অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয় সাংবাদিকদের বিষযটি জানালে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বিষয়টি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লবকে জানানো হয়েছে। মৃত ব্যক্তির মাথায় চুপি ছিল, পরনে সাদা পাজামা,গায়ে লাল রঙের হাফহাতা গেজ্ঞি ও একটি গামছা ছিল। এলাকাবাসী জানায় সকালে আসার পর তিনি তাদের জানিয়েছে তার বাড়ি খুলনার বয়রায়। তিনি আরও জানায় তার মত আরও তিনটি ভাই তার আছে। হৃদয় বিদারক এ দৃশ্য দেখার জন্য এলাকার শত শত নারী পুরুষ সেখানে হাজির হচ্ছে।