বিবর্তন যশোরের ৩১ বছরপূর্তি উপলক্ষে বিমান বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

0
323

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্য সংগঠন বিবর্তন যশোরের উদ্যোগে বিমান বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের ৩১ বছরপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার এ বিদ্যালয়ে ৮০টি বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক মাসুদুল দুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক মনোজ কুমার হালদার, সহকারি প্রধান শিক ঝর্ণা খানমসহ শিক শিকিবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন বিবর্তন যশোরের প্রতিষ্ঠাকালিন আহ্বায়ক হারুন অর রশীদ, উপদেষ্টা এসএম নুরুজ্জামান বকুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস, বিবর্তনের সদস্য শফিকুল আলম পারভেজ, বিদ্যালয়ের শিক্ষক শফিকুজ্জামান, জুবায়ের আল মামুন, যুবনেতা ওহেদুজ্জামান সেলিম, ওবায়দুল কবির বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, বিবর্তন যশোরের ৩১ বছর পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে উৎসব উপলক্ষে সবুজ শহরের প্রত্যাশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে ১২ অক্টোবর এ কার্যক্রম শুরু হয়েছে। ‘সংগ্রামে সৃজণে মানুষের পাশে, মানুষের সাথে’ শ্লোগানকে সামনে রেখে ‘ব্লাড ডোনার ব্যাংক’ গঠনের লক্ষ্যে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সংগঠন কার্যালয়ে ৯ অক্টোবর তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে। উৎসব বিষয়ে বিবর্তন যশোরের ৩১ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব দীপংকর বিশ্বাস জানান, ১২ অক্টোবর বিবর্তন যশোর ৩২তম বর্ষে পদার্পণ করেছে। আর এ দিনটিকে স্মরণীয় করতে বৈশ্বিক মহামারি করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত এ উৎসবে রক্তদান, বৃক্ষরোপনসহ গণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে রক্ষদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এছাড়া ১৬ অক্টোবর উৎসবের সমাপনী দিনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যায় ৫জন সোনার বাংলার সোনার মানুষকে (কৃষক, শ্রমিক, গাছি, পরিচ্ছন্নকর্মী ও রেমিটেন্স যোদ্ধা) সম্মাননা জানানো হবে। একইসাথে উৎসব উপলক্ষে মঞ্চস্থ হবে নাটক ‘নকশীকাঁথা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here