মোংলার জয়মনি থেকে সুন্দরবন থেকে লোকালয়ে আসা অজগর সাপ উদ্ধার

0
253

মোংলা প্রতিনিধি : সুন্দরবন থেকে লোকালয় আসা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন ররিা। মঙ্গলবার সকাল ৮ টার দিকে একটি বাগানের পাশে গাছের সাথে প্যাচানো অবস্থায় সাপটি দেখতে পায় বাড়ীর মালিক ইলিয়াস। এসময় বন বিভাগের সহায়তায় সাপটিকে জীবিত উদ্ধার করা হয়।
পুর্ব সুন্দরবনের চাদপাই স্টেশনের স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানায়, সম্ভবত জোয়ারে ভেসে আসা সুন্দরবনের একটি বড় অজগর সাপ লোকালয় চলে আসে। প্রায় সময়ই বন সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গা থেকে এরকম অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল ৯নং ওয়ার্ডের ইলিয়াস তালুকদারের বাড়ীর বাগানের গাছের সাথে একটি অজগর সাপ দেখে লোকজনকে খবর দেয় বাড়ীর মালিক ইলিয়াস তালুকদার। সুন্দরবন রায় বন বিভাগের তৈরী করা এলাকাবাসী থেকে কমিউনিটি প্যাট্টোল গ্রুপ (সিপিজি)র সদস্যরা বন রেিদর সহায়তায় অজগর সাপিট উদ্ধার করে। পরে সকাল সাড়ে ৯ টার দিকে চাদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক, স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, ইউপি চেয়ারম্যার গাজী আকবার হোসেন ও সিপিজির সদস্যসহ এলাকাবাসী মিলে অজগর সাপটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত সাপটি ৯ ফিট লম্বা কিন্ত অনেকদিন খাবার না খাওয়ার কারনে অনেক দুর্বল হয়ে গাছের সাথে প্যাচিয়ে রয়েছিল । তাই খাবার সন্ধানে বনের গহিন থেকে লোকালয় আসতে পারে বলে জানায় রেঞ্জ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here