যবিপ্রবির শিক্ষার্থী মিঠুনের শাস্তির দাবিতে উত্তাল যশোর

0
286

কাগজ সংবাদ : হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তিকারী যবিপ্রবির শিক্ষার্থী মিঠুনের মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জেলা ইমাম পরিষদ। মঙ্গলবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন পরিষদের নেতৃবৃন্দ। এরপর একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মুখে ‘মিঠুন মন্ডলের ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহর।
ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম, প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী, মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, নাজমুল হক, রফিকুল ইসলাম, হামিদুল ইসলাম, নাসীরুল্লাহ, নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, হাফিজুর রহমান, আব্দুর রহমান এযাযী, মাহমুদুল হাসান, আরিফুল্লাহ আলমগীর, উবাইদুল্লাহ শাকির, মাসুদুর রহমান ও আব্দুল মান্নান।
এর আগে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সোমবার ভোরে সাতক্ষীরা দেবহাটা উপজেলার নিজ গ্রাম নারিকেলী থেকে তাকে আটক করে পুলিশ। একইদিন যবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় মিঠুন মন্ডলের ছাত্রত্ব বাতিল করা হয়। সে নারিকেলী গ্রামের জুগল মন্ডলের ছেলে ও যবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বিভাগের শিক্ষার্থী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here