যশোরের ৬৭ নমুনা পরীক্ষায় আট নমুনা করোনা পজেটিভ

0
218

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীায় আরো দশটি নমুনা পজেটিভ ফল দিয়েছে। সোমবার রাতে পরীা শেষে এই ফল মঙ্গলবার সকালে প্রকাশ করা হয। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার তাদের ল্যাবে দুই জেলার মোট ৭৬টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে নেগেটিভ ফল দিয়েছে ৬৬টি। এদিন যশোর জেলার মোট ৬৭টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে আটটি পজেটিভ ফল দেয়। আর মাগুরার নয়টি নমুনা পরীা করে দুটি পজেটিভ পাওয়া যায়। পরীার বিস্তারিত ফলাফল আজ সকালে যশোর ও মাগুরার সিভিল সার্জনের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৯৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৬৮৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৭ জন। বাড়ি ও হাসপাতাল মিলে মোট চিকিৎসাধীন আছেন ২৪৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here