শ্যামনগরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
207

শ্যামনগর ব্যুরো ঃ ১৩ অক্টোবর আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ও এনজিও বারসিক, ফ্রেন্ডশিপ, সিসিডিবি ও ওয়ার্ল্ড ভিশন সহ কয়েক এনজিও সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ। বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অপরদিকে শ্যামনগরে যুব সংগঠন সিডিও ইয়ুথ টিম ও এসএসএসটি এর আয়োজনে ও বারসিকের সহযোগিতায় “মহামারি মোকাবেলায় যুবরাই অগ্রগামী” এ শ্লোগানে ১৩ অক্টোবর আন্তজার্তিক প্রশমন দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় বিভিন্ন প্লাকার্ড সহ র‌্যালি শেষে শ্যামনগর প্রেসকাব চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে বারসিকের উপজেলা সমন্বয়কারী গাজী আল ইমরান ও সিডিও ইয়ুথ টিমের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here