বিল্লাল হুসাইন,ঝিকরগাছা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বেত্রাবতী নিউজ ২৪ ডট কমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী। নিউজ পোর্টালের জন্মদিনে কাটা হয়েছে কেক। আয়োজন করা হয়েছে আলোচনা সভা।
সোমবার সন্ধায় শার্শার বাগআঁচড়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে নিউজ পোর্টালটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বেত্রাবতী নিউজ২৪ ডট কমের সম্পাদক প্রকাশক আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে ও সহ বার্তা সম্পাদক আসাদুজ্জামান নয়নের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা রিপোর্টাস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াকুব আলী বিশ্বাস,যুগ্ন সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল, বেত্রাবতী নিউজ ২৪ ডট কমের উপদেষ্টা মন্ডলীর সদস্য কামরুল হাসান শামীম,ডা আহসান কবির রানা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান মন্টু,আতাউর রহমান, জয়নাল আবেদীন, শাহারিয়ার হোসেন, নাজিমুদ্দিন জনি, বিল্লাল হোসেন,আঃ জব্বার,বাগআঁচড়া কলেজ ছাত্রলীগ সভাপতি অহিদ হাসান,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান অপু,সহ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের মানুষ।















