কালীগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

0
256

স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের মেইন বাসস্টান্ডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল অধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক প্রশান্ত কুমার খাঁসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেণ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে ধর্ষণের ঘটনায় দেশে একটি মহল ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here