শেখ সিরাজুদ্দৌলা লিংকন, : খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চন্ডিপুর বটতলা -খিরল লঞ্চঘাট সড়ক পাকা করার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রকৌশল অধিদপ্তর উন্নয়ন কাজের সাইট থেকে নিম্নমানের মালামাল অপসারের জন্য গত সেপ্টেম্বরের ২০ ও ২৪ তারিখ পৃথক পৃথক ২টি নোটিশ পাঠিয়েছেন। কিন্তু সরেজমিন ১২ অক্টোবর উন্নয়ন কাজের সাইটে গিয়ে দেখা যায় প্রকৌশল অধিদপ্তরের নোটিশ এর তোয়াক্কা না করে WBM এর কাজে নিম্ন মানের খোয়া এখোনো রয়েছে।
জানা যায়, কয়রার আমাদীর আরএন্ডএইচ চন্ডিপুর বটতলা থেকে খিরল লঞ্চঘাট সড়কের এক কিলোমিটার পিচের কাজ চলমান রয়েছে। রাস্তাটি এর আগে ইট দিয়ে নির্মাণ করা ছিল।এখন সেই রাস্তা খুলনা,সাতক্ষীরা ও বাগেরহাট জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (KSB-RIDP) পিচ করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ জন্য ৮৬ লাখ ৫১ হাজার ৫৯৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কয়েক মাস আগে রাস্তায় কাজ শুরু করেছেন মেসার্স অগ্রণী কনস্ট্রাকশন
ঠিকাদার স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন।
এদিকে রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা এলজিইডি অফিস সম্প্রতি কাজটি বন্ধ করে দিয়েছেন । এবং ঠিকাদারকে ৩ দিনের মধ্যে সাইট থেকে নিম্ন মানের সামগ্রী অপসারণের নোটিশ দিয়েছেন। সেই সঙ্গে ঠিকাদারকে ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন।
চন্ডিপুর গ্রামের বাসিন্দা সুপদ ঢালী বলেন, রাস্তা নির্মাণের জন্য যে মানের ইট দেওয়ার কথা ঠিকাদার তা দিচ্ছেন না। ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার স্থানীয় ইউপি চেয়ারম্যান হওয়ায় তার ঠিকাদারী রাস্তার কাজে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে এলাকাবাসীকে নানান ঝামেলার সম্মুখীন হতে হয়। চেয়ারম্যানের ক্ষমতার দাপটে সাধারন জনগণ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না তাই রাস্তাটি যাতে ভাল হয় সেই দাবী এলাকাবাসীর।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর কয়েক জন জানান , অনিয়ম-দুর্নীতির বিষয়টি ধামাচাপা দিতে ও নিম্ন মান সামগ্রী দিয়ে দায় সারা কাজ করতে চেয়ারম্যান নানা ফন্দি ফিকির করছেন ।
তবে ঠিকাদার আমির আলী গাইন জানান, ওই রাস্তায় আগে ইট বিছানো ছিল ওই ইট উঠিয়ে সেগুলো ভেঙে খোয়া তৈরি করে সেই খোয়া রাস্তায় ব্যবহার করার কথা। সেভাবেই করা হচ্ছে। কিন্তু কিছু নতুন ইট প্রয়োজন হওয়ায় তিনি স্থানীয় একটি ভাটা থেকে ইট এনেছেন। তার মধ্যে ভাটা কর্তৃপক্ষ কিছু খারাপ ইট দেওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে খারাপ সামগ্রী অপসারন করে ভালো ইট দিয়ে কাজ করা হবে বলে তিনি জানান ।
এ ব্যাপারে এলজিইডির কয়রা উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, নির্মাণ সামগ্রী নিম্নমানের হওয়ায় তা অপসারণের জন্য ঠিকাদারকে লিখিত নোটিশ দেয়া হয়েছে। সাথে সাথে রাস্তাটি যাতে ভালোভাবে নির্মাণ করা হয় সে ব্যাপারে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।