বাঘারপাড়ায় পারিবারিক জমিতে কোর্টের ১৪৪ ধারা থাকা সত্তেও আইন অমান্য করে গায়ের জোরে কাজ করছে বলে অভিযোগ বাদী পক্ষের

0
238

নুর হোসেন লাল্টু-যশোর বাঘারপাড়া প্রতিনিধি ঃ দীর্ঘদিন যাবৎ মামা বাড়ির ভিটায় বসবাস করছে যশোরের বাঘারপাড়া উপজেলার পৌরসভার দোহাকুলা গ্রামের আনন্দ মজুমদারের ছেলে কিশোর কুমার মজুমদার। কিশোর পেশায় একজন দিনমজুর ,পল্লী বিদ্যুতের ওয়ারিং মিস্ত্রির কাজ করে কোন রকম পরিবার কে নিয়ে দিন পার করে । ছয় বছরআগে বাদীর দিদিমা তার মেয়ে রিতা রাণী মজুমদারকে ১১৬ নং দোহাকুলা মৌজার ১৯৪৫ নং দান পত্র দলিল মুলে আর.এস ১১৯ দাগে ০৬ শতক জমি রেজিঃ করিয়া দেন । এবং পরবর্তিতে উক্ত জমির নাম পত্তন করিয়া দীর্ঘ ৬ বছর যাবৎ বাদীপক্ষ ভোগ দখল করে আসছে। এমতাব¯’ায় বাদীর মামা স¦পন সরকার ১৯১৭ সালে অর্থাৎ তিন বছর পর উক্ত দাগের ছয় শতক জমি সহ মোট সাড়ে ৯১ শতক জমি নিজের নামে জোর পূর্বক রেজিঃ করিয়া নেয়। এবং উক্ত জমিতে বাদী পক্ষকে উ”েছদ করার জন্য ¯’ানীয় ভাবে শালিশের মাধ্যমে বাদীর ৬ শতক জমির উপর দিয়ে রাস্তা নির্মানের জন্য বালি দিয়ে ভরাট করে। বাদী পরিবারের সন্তান কিশোর কুমার বিষয়টি নিয়ে ¯’ানীয় ভাবে কোথাও সমাধান না পেয়ে চলতি মাসের ০১.১০.২০ যশোর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে উক্ত ৬শতক জমিতে ফৌজঃ কাঃ ধারা ১৪৪/১৪৫ বলবত করে। কিন্ত বাদীর মামা স্বপন কুমার সরকার আদালতের ১৪৪ ধারার আইন অমান্য করে উক্ত ৬ শতক জমির উপর দিয়ে বালু ভরাটের কাজ চলমান রেখেছে। যে বিষয়ে বিবাদী স্বপন কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা আর বাদীপক্ষের কোন জমি নাই সবই আমার নামে। আর বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বা”চুর নির্দেশে বালু ফেলা হয়েছে মেয়র এ বিষয়টা জানেন। তবে বিষয়টি অবহিত করতে মেয়রের কাছে জানতে চাইলে তিনি গুরুত্বর অসু¯’্য থাকায় তিনাকে মুঠোফোনে পাওয়া যাইনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here