খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর পুলিশ লাইনস্ েজেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ ও নাভারণ সার্কেল) জামাল আল নাসেরসহ জেলার বিভিন্ন থানার ওসি ও ফাঁড়ি ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। শ্রেষ্ঠ সার্কেল হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. গোলাম রব্বানী শেখ, শ্রেষ্ঠ ওসি কোতয়ালী মডেল থানার মো. মনিরুজ্জামান, গুরুত্বপূর্ণ মামলার তথ্য উদঘাটনে শ্রেষ্ঠ হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সৌমেন দাশ, একই কর্মদক্ষতায় জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর সদর ফাঁড়ির তুষার হোসেন ও চাঁচড়া ফাঁড়ির মাসুদুর রহমান মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ তদন্ত/ফাঁড়ি এসআই নির্বাচিত হয়েছেন। এছাড়া কোতয়ালী মডেল থানার এএসআই আল মিরাজসহ কেশবপুর ও শার্শা থানার দু’জন এএসআই কর্মদক্ষতায় শ্রেষ্ঠ হয়েছেন।
গত সেপ্টেম্বর মাসে জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও জঙ্গী নির্মূল, গ্রেফতারি পরোয়ানা তামিল, বিভিন্ন মামলার তথ্য উদঘাটনসহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে এ সম্মাননা ক্রেস্ট উপহার দেন সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।